আগামী ২১ জুন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন মুলুকে মোদীর চারদিনের সফর ঘিরে সেখানকার প্রবাসী ভারতীয়দের মধ্যে উন্মাদনা তুঙ্গে। জেরেই এবার নিউ জার্সির একটি রেস্তোরাঁয় তৈরি হয়ে গেল \'মোদী জি থালি।\' যে খবর প্রকাশ্যে আসতেই ভারতীয়রা কার্যত আপ্লুত।